T20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন লিস্ট |
টি-২০ বিশ্বকাপে কোন দেশ কতোবার চ্যাম্পিয়ন হয়েছে? T20 বিশ্বকাপ চ্যাম্পিয়নদের তালিকাঃ ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করণ হলো টি২০ ক্রিকেট। বর্তমানে অন্য দুই ফর্মেটের তুলনায় টি ২০ ক্রিকেট দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। এই খেলার মূল উদ্যেশ্য ক্রিকেট খেলাকে আরো বেশি উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তোলা, এবং মাঠের ও মাঠের বাইরের দর্ষকদের অনেক বেশি উদ্দিপনা ও অনন্দ দেওয়া। এখন পর্যন্ত টি-২০ বিশ্বকাপ সর্বমোট ৯বার অনুষ্ঠিত হয়েছে। এবং ৯ আসরে চ্যাম্পিয়ন হয়েছে মোট ৬টি দেশ, এর মধ্যে ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড দুবার করে চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে শ্রীলংকা, পাকিস্তান ও অস্ট্রেলিয়া ১ বার করে চ্যাম্পিয়ন হয়েছে।
টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়নদের তালিকা
•ভারত: ২০০৭, ২০২৪ মোট ২ বার চ্যাম্পিয়ন।
•ইংল্যান্ড: ২০১০, ২০২২ মোট ২ বার চ্যাম্পিয়ন।
•ওয়েস্ট ইন্ডিজ: ২০১২, ২০১৬ মোট ২ বার চ্যাম্পিয়ন।
•পাকিস্তান: ২০০৯ মোট ১ বার চ্যাম্পিয়ন।
•শ্রীলঙ্কা: ২০১৪ মোট ১ বার চ্যাম্পিয়ন।
•অস্ট্রেলিয়া: ২০২১ মোট ১ বার চ্যাম্পিয়ন।
টি-২০ বিশ্বকাপের প্রথম আসর কবে অনুষ্ঠিত হয়েছিলো?
টি-২০ বিশ্বকাপের প্রথম আসরটি অনুষ্ঠিত হয়েছিলো ২০০৭ সালে, এবং সেই টুর্নামেন্টটির আয়োজক দেশ ছিলো সাউথ আফ্রিকা।
টি-২০ বিশ্বকাপের প্রথম আসরের ইতিহাস
টি-২০ বিশ্বকাপের প্রথম আসরে ফাইনালে উঠেছিলো চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ফাইনালে পাকিস্তানকে ৫ রানে পরাজিত করে টি-২০ বিশ্বকাপের প্রথম আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ভারত। পুরো টুর্নামেন্ট জুড়ে ১৭৬ রান এবং ১৩ উইকেট শিকার করে টুর্নামেন্ট সেরা প্লেয়ার নির্বাচিত হন পাকিস্তানের শহীদ আফ্রিদি।
টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ কতোবার চ্যাম্পিয়ন হয়েছে?
২০০৭ থেকে এখন পর্যন্ত অনুষ্ঠিত হওয়া টি-২০ বিশ্বকাপের সবগুলো আসরেই অংশগ্রহণ করার সুযোগ পায় বাংলাদেশ। তবে বিশ্বকাপের সবগুলো আসরে অংশগ্রহণ করেও এখন পর্যন্ত একবারও চ্যাম্পিয়ন হতে পারে নি বাংলাদেশ। টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ সফলতা সুপার-৮।
টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেন্চুরিয়ান কে?
টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেন্চুরিয়ান তামিম ইকবাল খান। ২০১৬ টি-২০ বিশ্বকাপের প্রথম পর্বে ওমানের বিরুদ্ধে ৬৩ বলে ১০৩ রানের এক অনবদ্য ইনিংস খেলেন তিনি। তামিমের সেই ইনিংসে ছিলো ৭টি চার এবং ৬টি বিশেল ছয়। T20 বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে একমাত্র সেন্চুরিয়ান তামিম ইকবাল