দুবাই ১ দিরহাম = কতো টাকা? |
এছাড়াও অনেক বাংলাদেশী নাগরিক বর্তমানে দুবাইতে অবস্থান করছে। এবং প্রতিনিয়ত দুবাই থেকে বৈদেশিক মুদ্রা অর্থাৎ রেমিটেন্স পাঠাচ্ছে বাংলাদেশে। তাই দেশে টাকা পাঠানোর আগে জেনে নেওয়া প্রয়োজন দুবাই টাকায় বাংলাদেশী টাকার বর্তমান মান কতো? অর্থের মান না জেনে লেনদেন করতে গেলে অনেককেই পড়তে হয় প্রতারণার ফাঁদে। তাই আজকের এই আর্টিকেলটি থেকে দুবাই প্রবাসী ভাইয়েরা দুবাই (আরব আমিরাত) টাকায় বাংলাদেশী টাকার মান কতো তা খুব সহজেই জানতে পারবেন।
আজ দুবাই টাকায় বাংলাদেশী টাকার মান নিচে দেওয়া হলোঃ
•আজকের দুবাই ১ দিরহাম = ৩২.৪৭ টাকা
•আজকের দুবাই ২ দিরহাম = ৬৪.৩৪ টাকা
•আজকের দুবাই ৩ দিরহাম = ৯৬.৫০ টাকা
•আজকের দুবাই ৪ দিরহাম = ১২৮.৬৭ টাকা
•আজকের দুবাই ৫ দিরহাম = ১৬০.৮৪ টাকা
•আজকের দুবাই ৬ দিরহাম = ১৯৩.০১ টাকা
•আজকের দুবাই ৭ দিরহাম = ২২৫.১৭ টাকা
•আজকের দুবাই ৮ দিরহাম = ২৫৭.৩৪ টাকা
•আজকের দুবাই ৯ দিরহাম = ২৮৯.৫১ টাকা
•আজকের দুবাই ১০ দিরহাম = ৩২১.৬৮ টাকা
আসা করছি আপনারা ব্লগটি পড়ে উপক্রিত হয়েছেন, আর আপনারা উপক্রিত হলেই আমাদের সার্থকতা। ব্লগটি পড়ে উপক্রিত হয়ে থাকলে আমাদের একটি কমেন্ট করে উৎসাহিত করার অনুরোধ রইলো। আপনাদের এক একটি ফিটব্যাক আমাদের কাজে করতে এবং অন্যের উপকার করতে আরো বেশী উৎসাহিত করে তোলে। সকল প্রবাসী ভাই ও বোনদের প্রতি রইলো সালাম ও ভালোবাসা। ধন্যবাদ সবাইকে!
ট্যাগ....
১ দিরহাম কত টাকা, দুবাই ১ টাকা বাংলাদেশের কত টাকা, দুবাই ১০০ টাকা বাংলাদেশের কত টাকা, দুবাই ১ দিরহাম বাংলাদেশের কত টাকা, দুবাই ১ দিরহাম = কতো টাকা, আজকের দুবাই দিরহাম রেট, আজকের দুবাইয়ে দিরহাম রেট, ১ দিরহাম কতো টাকা হয়,