স্যালাইন খাওয়ার উপকারিতা ও অপকারিতা || না জানলে ঘটবে বড় বিপদ

ors স্যালাইন
ors স্যালাইন

স্যালাইন খাওয়ার উপকারিতা ও অপকারিতা || না জানলে ঘটবে বড় বিপদঃ সাধারনত ডায়রিয়া জনিত সমস্যা, পানি শূন্যতা অথবা অতিরিক্ত ঘাম হলে আমরা খাওয়ার স্যালাইন বা ORS স্যালাইন খেয়ে থাকি। কিন্তু আমাদের দেশে অনেককেই দেখা যায় সামান্য কারণে অযথাই স্যালাইন খেয়ে নেয়, যেমন একটু ঘামলে অথবা কাজ করে হালকা ক্লান্ত হলেই সঙ্গে সঙ্গে স্যালাইন খেয়ে নেয়। কিন্তু আমাদের অনেকেরই অজানা, এই খাওয়ার স্যালাইন অতিরিক্ত মাত্রায় খাওয়ার ফলে আমাদের শরীরের কি পরিমাণ ভাজে প্রভাব পড়তে পারে।


মূলত খাওয়ার স্যালাইনে রয়েছে সোডিয়াম ক্লোরাইড, যার কারণে এটি অকারণে খেলে বা অতিরিক্ত মাত্রায় খেলে রক্তে ইলেকটোলাইট ভারসাম্যহীনতা সৃষ্টি করতে পারে, এতে করে মারাত্মক শ্বাসকষ্ট দেখা দিতে পারে। এছাড়াও অতিরিক্ত স্যালাইন খাওয়ার ফলে রক্তে লবণের পরিমাণ বেড়ে হাই ব্লাড প্রেসারের সমস্যাও বেড়ে যেতে পারে। তাই অবশ্যই তুচ্ছ কারণে স্যালাইন খাওয়া থেকে বিরত থাকুন! তাই ডাইরিয়া জনিত সমস্যা, বা ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই দিনে ৩টির বেশী খাওয়ার স্যালাইন খাওয়া ঠিক নয়।

Post a Comment (0)
Previous Post Next Post