মেহেদী মিরাজের বোলিং তোপে লন্ডভন্ড আফগানিস্তান | উড়তে থাকা আফগানকে মাটিতে নামালো মিরাজ

Mehdi Hasan Miraz
Mehdi Hasan Miraz

মেহেদী হাসান মিরাজের বোলিং তোপে লন্ডভন্ড আফগানিস্তানঃ আজ ৭ই অক্টোবর (শনিবার) বিশ্বকাপ ক্রিকেটের তৃতীয় ম্যাচে ভারতের ধর্মশালায় আফগানিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্যাপ্টেন সাকিব আল হাসান।

ব্যাটিংয়ে নেমে বাংলাদেশী বোলারদের চোখরাঙান আফগান ব্যাটাররা। আফগান ব্যাটারদের দ্রুত রান তোলা দেখে একপর্যায়ে মনে হচ্ছিলো আজ তারা হয়তো ৩০০+ স্কোর গড়বেন। কিন্তু তাদের সেই স্বপ্নের পথে প্রথম বাধা হয়ে দাড়ায় সাকিব। দলিয় ৪৭ রানে আফগান শিবিরে প্রথম আঘাত হানেন নাম্বার ৭৫।


এরপর আফগানিস্তানের দলীয় ৮৩ রানে রহমত সাহাকে আউট করে সাকিব তার দ্বিতীয় উইকেট তুলে নেন। আফগানিস্তান তাদের তৃতীয় উইকেট হারায় দলীয় ১১২ রানে, মেহেদীর বলে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন হাসমাতউল্লাহ সাহদি। এরপর আফগান ব্যাটররা যেনো আর গুরেই দাড়াতে পারলো না।

মাত্র ৩৭.২ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১৫৬ রান করেন তারা। দলের পক্ষে ৯ ওভার বোলিং করে মাত্র ২৫ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন মেহেদী হাসান মিরাজ। এবং ৮ ওভার করে ৩০ রান খরচায় ৩ উইকেট তুলে নেন সাকিব। এছাড়াও শরিফুল ২টি এবং মোস্তাফিজ, তাসকিন ১টি করে উইকেট শিকার করেন। 

Post a Comment (0)
Previous Post Next Post