Mahmudullah Riyad Cricket player |
বাংলাদেশ দলে কেন সিনিয়র ক্রিকেটার প্রয়োজন? কেন বাংলাদেশ ক্রিকেট দলে সিনিয়র প্লেয়ার প্রয়োজন? বিশেষ করে বড় আসর গুলোতে সিনিয়র অভিজ্ঞ ক্রিকেটারের গুরুত্ব আজ ১৩ অক্টোবর হাড়ে হাড়ে টের পেয়েছে বাংলাদেশ ও বাংলাদেশের সকল সাধারণ ক্রিকেট সমর্থকরা।
আজ (১৩ই অক্টোবর) আইসিসি ওয়ার্ল্ড কাপের ১১ তম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই ফুল করতে গিয়ে ক্যাচ তুলে আউট হয়ে যান লিটন কুমার দাস, দলিয় ৪০ রানে তানজিম তামিম ও মাত্র ৫৬ রানে বাংলাদেশের ৪ এবং ৫নাম্বার উইকেট পতন ঘটে।
তখন ধংসস্তুপে দাড়িয়ে মুশফিক সর্বোচ্চ ৭৬ বলে ৬৬ রান, মাহমুদউল্লাহ ৪৯ বলে ৪১ রান এবং ৫১ বলে ৪০ রান করেন দলের আরেক সিনিয়র ক্রিকেটার ও অধিনায়ক সাকিব আল হাসান। তবে এবারের বিশ্বকাপে তামিম না থাকায় আজকের ম্যাচে তাকে মিস করেছে বাংলার কোটি ক্রিকেট বক্তরা।
বিশ্বকাপের আগে বিতর্কিত ভাবে দল থেকে বাদ পড়ে যায় দলের অন্যতম অভিঙ্গ ও সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল। তখন তার বাদ পড়ায় অনেকেই খুশি হয়েছেন এবং তারা তামিমকে ডট বাবা ও অনেক আজেবাজে কথা বলে ছোট করে উপস্থাপন করেছেন। তবে আজ তামিমের অভাব টের পেয়েছে বাংলাদেশ ও বাংলাদেশের সকল তামিম হেটার্সরা।