মধু ও কালোজিরা খাওয়ার নিয়ম ও উপকারিতা | সেক্স পাওয়ার বাড়াতে প্রতিদিন খান মধু ও কালোজিরা

মধু ও কালোজিরা খাওয়ার নিয়ম ও উপকারিতা
মধু ও কালোজিরা খাওয়ার নিয়ম ও উপকারিতা

মধু ও কালোজিরা খাওয়ার নিয়ম ও উপকারিতাঃ আমাদের মধ্যে অনেকেই আছে যারা উঠতি বয়সে, যৌবন পাওয়া মাত্রই অতিরিক্ত মাত্রায় হস্তমৈথুন করে নিজের জন্য অনেক বড় সর্বনাশ ডেকে আনে। যা তাত্ক্ষণিক কেউ বুঝতে না পারলেও, একটা সময় (দাম্পত্য জীবনে) ঠিকই অনুভব করতে পারে যে সে জীবনে কতো বড় ভুল করেছে এবং নিজের বিপদ নিজে ডেকে এনেছে। অতিরিক্ত হস্তমৈথুনের ফলে আমাদের লিঙ্গে মারাক্তক ধরনের সমস্যা দেখা দিতে পারে, যেমন লিঙ্গের আগার দিক মোটা এবং গোড়ার দিক চিকন হয়ে যেতে পারে। এছাড়াও হস্তমৈথুন করে বীর্যনাশ করার কারনে বীর্য অনেক পাতলা এবং বীর্য ধারণ খমতা অনেক বেশী পরিমাণে কমে যায়। পরবর্তীতে আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা শেষ মহুর্তে বেশ ভোগান্তিতে পড়ি। 


হস্তমৈথুনের ফলে কি কি সমস্যা দেখা দিতে পারেঃ

 •হস্তমৈথুন যৌন জীবন বিপর্যস্ত করে তুলে

 •হস্তমৈথুনের কারণে মানসিক ও শারীরিক সমস্যা দেখা দেয়

 •হস্তমৈথুনের ফলে খুব অল্প সময়ে বীর্যপাত ঘটে। ফলে দীর্ঘসময় মিলন করা অসম্ভব হয়ে পড়ে

 •বীর্যে শুক্রাণুর সংখ্যা কমে যায় এবং বীর্য পাতলা হয়ে যায়

 •সন্তান জন্মদানে ব্যার্থতা দেখা দিতে পারে 

 •চোখের দৃষ্টি শক্তি ও স্মরণ শক্তি কমে যায়

 •অতিরিক্ত হস্তমৈথুনের ফলে একটা সময় লিঙ্গ নিস্তেজ হয়ে যায়। এবং তৈরী হয় দাম্পত্য জীবনে অশান্তি

 •হস্তমৈথুনের কারণে স্ত্রী মিলনে অক্ষমতা দেখা দেয়


হস্তমৈথুনে তৈরী হওয়া ক্ষয় রোধ করার উপায়ঃ

কেউ জদি নিজের ভুল বুঝতে পেরে হস্তমৈথুন ছেড়ে দিয়ে প্রতিদিন নিয়ম করে খাটি মধু এবং কালোজিরা মিশিয়ে খেতে পারে, তাহলে হস্তমৈথুনের ফলে তৈরী হওয়া সমস্যা এবং তৈরী হওয়া ক্ষয় পুষিয়ে নিতে পারে। কারণ খাটি মধু এবং কালোজিরা মিশিয়ে নিয়মিত খেলে হস্তমৈথুনের ফলে তৈরী হওয়া আগামোটা গোড়াচিকন সমস্যা থেকে মুক্তি মিলে, লিঙ্গ মোটা শক্ত ও লম্বা করে মধু এবং কালোজিরা। এছাড়াও কালোজিরা ও মধু একসাথে মিশিয়ে খেলে পাতলা বীর্য গাড়ো করে। এবং বীর্য ধারণ খমতা বেড়ে যায় কয়েক গুণ, যার ফলে স্ত্রী মিলন হবে দীর্ঘস্থায়ী। দীর্ঘতম মিলনই দাম্পত্য জীবনের সবচেয়ে বড় সুখ। 


কালোজিরা ও মধু মিশিয়ে খাওয়ার নিয়মঃ

এটি খেয়ে উপকার পেতে হলে মধু অবশ্যই খাটি হতে হবে। কালোজিরা ও মধু মিশিয়ে খেয়ে উপকার পেতে হলে অবশ্যই এটি কমপক্ষে টানা তিনমাস খেতে হবে। কালোজিরা ও মধু মিশিয়ে খেয়ে সবচেয়ে ভালো উপকার পেতে এটি খেতে হবে প্রতিদিন সকালে খালি পেটে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এক চা চামুচ মধুর সঙ্গে কালোজিরা মিশিয়ে চিবিয়ে খেয়ে নিতে হবে। এরপর ১০ মিনিট আর কিছু না খাওয়াটা ভালো হবে। ১০ মিনিট পর কিছু খেয়ে নিতে হবে। এবং রাতে খাওয়ার পর ঘুমানোর আগে সকালের নিয়মে আরো এক চামুচ খেতে হবে। এভাবে কমপক্ষে ৯০ দিন খেতে হবে, আর সারাজীবন খেতে পারলে তো আরো ভালো। তবে ৯০ দিন খাওয়ার পরই এর ফলাফল পাওয়া যায়।  


 


Post a Comment (0)
Previous Post Next Post